চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন গাজী মাঈনুদ্দিন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার ১৪ নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে পদত্যাগ পত্র জমা কাগজ স্থানীয় সাংবাদিকদের প্রদান করেন তিনি। অবশ্য পদত্যাগের কারণ হিসেবে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গাজী মাঈনুদ্দিন বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ জন্য আমি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগ করেছি।