চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে বিভিন্ন নৌযান থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা উত্তোলন করছে একটি মহল। প্রতিদিন বিভিন্ন নৌযান থেকে জোর করে চাঁদা আদায় করার অভিযোগের প্রেক্ষিতে মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে মেঘনায় অভিযান চালিয়ে চাঁদাবাজ সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ। আটকরা সবাই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা।
নৌযান শ্রমিকরা বলেন, নদীতে যাত্রা বিরতি কিবাং আশা যাওয়া সময় স্পিডবোট ও ট্রলার দিয়ে নদীর মাঝখানে আমাদের জিম্মি করে জাহাজ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। টাকা দিতে না চাইলে মারধরের হুমকি দেয়। জাহাজ ও অন্যান্য নৌযান থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। জানের ভয়ে বাধ্য হয়েই টাকা দিতে হয়।
চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে একটি চক্র নদীতে নৌযান থেকে চাঁদাবাজি করছে। ঈদ ছাড়াও বছরের অন্যান্য সময়ে নৌযান থেকে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। চাঁদাবাজি রুখতে চাঁদপুর নৌ থানা পুলিশ নদীতে অভিযান পরিচালনা করে।
এ সময় ৩ জনকে চাঁদা তোলার সময় আটক করা হয়েছে। নদীতে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।