“শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই মূলমন্ত্র নিয়ে তথ্য আপা মতলব উত্তর
উপজেলায় মহিলাদের ডিজিটাল সেবা প্রদানের কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ নভেম্বর) সুলতানবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামের
বেপারী বাড়িতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ
শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে তথ্য আপা প্রকল্পের কার্যক্রমসমূহ ও কৃষি বিষয়ক ভিডিও
প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানটিতে বাল্য বিবাহ, নারী নির্যাতন, সরকারি সেবা
সমূহ, সরকারি জরুরী কল সেন্টার সম্পর্কে আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার। মহিলা ও
শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল
বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)
যা শুরু হয়েছে বাংলাদেশের ৪৯০ টি উপজেলায়। এরইমধ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার
তথ্যকেন্দ্রের তথ্যসেবা প্রদানের কার্যক্রমে নিয়োজিত তথ্য আপারা মহিলাদের ডিজিটাল সেবা
প্রদানের মাধ্যমে দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।
উপজেলা তথ্যকেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে তিনটি করে উঠান বৈঠকের আয়োজন
করা হচ্ছে। উঠান বৈঠকে নারীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন, ফতোয়া, ইভটিজিং, মাদক,
শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ে নারীদের সচেতন করা হয়।
মতলব উত্তর উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য আপা উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামীণ সুবিধা বঞ্চিত
তৃণমূল নারীদের এসকল তথ্যসেবা প্রদান করছে। তথ্য আপারা তথ্য কেন্দ্রে বিনামূল্যে নারীদের
প্রাথমিক স্বাস্থ্যসেবা (ডায়াবেটিস, বøাড প্রেসার, ওজন, তাপমাত্রা, উচ্চতা), ইন্টারনেট
ভিত্তিক সেবা, ভিডিও কনফারেন্সিং, ই-কমার্স, ই-লার্নিং, উপজেলার সরকারি সেবা ইত্যাদি
কার্যক্রম সম্পন্ন করা হয়। এ ছাড়া তথ্যকেন্দ্রের দুইজন তথ্য আপারা গ্রামীণ নারীদের
দোরগোড়ায় তথ্যসেবা প্রদান করে আসছে এবং নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে
সহযোগীতা করে আসছে।
তথ্যকেন্দ্রের তথ্যসেবা সহকারী বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে ডিজিটাল সেবা কি? কিভাবে
সেবা পাওয়া যাবে এসব বিষয়ে আলোচনা করে থাকি। এতে নারীরা বিভিন্নভাবে উপকৃত
হচ্ছেন। তাই দিনে দিনে এই উপজেলায় তথ্য আপা জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ভবিষ্যতে সেবার মান আরো বাড়ানো হবে।
বর্তমানে এই কার্যালয়ে নারীদের সব ধরনের সেবা বিনা মূল্যে দেওয়া হচ্ছে