টাঙ্গাইলের ভুঞাপুরে সাজিম ও সানি নামে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই দুই শিশুর মা সাহিদা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে হত্যার পর মা সাহিদা বেগম আত্মহত্যার চেষ্টা করেন।
সাজিমের বয়স ৬ বছর আর সানির বয়স চার মাস। তাদের বাবা ইউসুফ আলী পেশায় একজন ভ্যানচালক।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, দুই শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। কীভাবে ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে।।