বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ উপজেলাধীন ০৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামপুর উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩’ পালিত হয়েছে ।
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) অত্র বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় হলরুমে বীর শহীদদের স্মরণে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কবির হোসেন সরকার এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বেপারী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক সুজিত কুমার,সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম,সহকারী শিক্ষক মামুন হোসেন সহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,১০ম শ্রেণির ছাত্র মোঃ আশ্রাফুল ইসলাম সহ অন্যান্যরা।
আলোচনা শেষে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশ সহ বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক (ধর্মীয়) মাওলানা মনির উদ্দিন।
সভায় সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।