মতলব উত্তর উপজলোর ছেংগারচর পৌরসভার বড় মরাদোন উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে বার্ষিক
ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাদ আসর হতে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত বড় মরাদোন উত্তরপাড়া
জামে মসজিদ সংলগ্ন মাঠে মো. সিরাজ শিকদারের পৃষ্ঠপোষকতায় ওয়াজ মাহফিলে বয়ান করেন,
আল্লামা শায়খ মুফতি মোকতার রেজা মাছুমী আল-ওছমানী আওলাদ সুলতানপুরী, মাওলানা
মুফতি জুনায়েদ ছিদ্দিকী আত্ব-তাহেরী, হাফেজ মাওলানা হুমায়ন কবির সিদ্দিক, মুফতি আবু
হানিফ ওয়েসী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন ইলিয়াস মিয়াজী সভাপতিত্বে ও
হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন-
হাজী মো. বিল্লাল সিকদার। বিশেষ অতিথি ছিলেন- ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের
কাউন্সিলর মো. আমান উল্লাহ্ধসঢ়; সরকার, সমাজসেবক মো. মিজানুর রহমান স্বপন, মো. হানিফ
প্রধান, মো. জুম্মান মিয়া প্রমুখ। আখেরি মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।