হাজীগঞ্জের মাতৈন মাদ্রাসায়ে দারুল উলূম বার্ষিক মাহফিল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর রাতে মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলচোঁয়া মাদ্রাসার পীরসাহেব কেবলা মুফতি মাও. আবু সাঈদ। পরের দিন ১৬ ডিসেম্বর শনিবার মাতৈন পাটোয়ারী বাড়ী সংলগ্ন মাদ্রাসা মাঠে অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা সভায় মিলিত হন মাদ্রাসার কর্তৃপক্ষ।
মাদ্রাসায়ে দারুল উলূম মাদ্রাসার সভাপতি মজিবুর রহমান পাটোয়ারী সভাপতিত্বে শিক্ষক মাওলানা ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি মাদ্রাসায়ে দারুল উলূম মাদ্রাসার সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সভাপতি মিজানুর রহমান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুশিউর রহমান পাটোয়ারী, এমদাদ পাটোয়ারী, হাবিবুর রহমান পাটোয়ারী প্রমুখ।