চাঁদপুরের শাহরাস্তির শোরসাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। ১৭ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন বিদ্যালয় মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয় শাখায় ম্যানেজিং কমিটি নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয় শাখার ২জন অভিভাবক সদস্য নির্বাচিত করেন। নির্বাচনে ১শ ৯১ ভোট পেয়ে মোঃ নাজমির হোসেন ১ম স্থান অর্জন করেন এবং মোঃ হুমায়ুন কবির মজুমদার ১শ ৬০ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী সোলেমান মোল্লা ১শ ২২ ভোট, মোঃ রুহুল আমিন ৯৯ ভোট এবং মোঃ আনোয়ার হোসেন ৬৬ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান।
নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদ, আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে সহ সঙ্গীয় ফোর্স। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনসহ শিক্ষক বৃন্দ।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সহকারী প্রোগ্রামার মোঃ শাহাজান।
এছাড়াও কলেজ শাখায় ২জন অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন। তারা হলেন মোঃ ফারুক পাটোয়ারী ও রাশেদ পাটোয়ারী।