জেলা তথ্য অফিসের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুনানো হলো মুক্তিযুদ্ধের গল্প। ২০ ডিসেম্বর বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিসার মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এ পি এ কার্যক্রমের আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হুদা পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টিভি’র প্রতিনিধি মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে তিন জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথি বৃন্দ।