মোঃ আঃ কাদির তালুকদার পেশাগত জীবনে ছিলেন একজন এডভোকেট। তিনি আইনজ্ঞ, সাবেক সহকারি এটনি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
তিনি এবার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন নিয়ে যোগ দিয়েছেন তৃণমূল বিএনপিতে। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে এই পার্টি থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে সোনালী আঁশ প্রতিক। মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি তিনি নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছেন।
সোমবার( ২৫ ডিসেম্বর) দুপুর ১২ .০০ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আব্দুল কাদির এর সফরসঙ্গী মোহাম্মদ রনি মিয়া, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মোঃ খোকন মিয়া, মোহাম্মদ মিলন, মোঃ সুলতান ,মোহাম্মদ আক্তার হোসেন ,মোঃ জাবেদ হোসেন প্রমুখ কে সঙ্গে নিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
তৃণমূল-বিএনপি’র কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির তালুকদার বলেন, ‘তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব আমাকে চাঁদপুর-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হতে যোগাযোগ করেন। আমি এর আগে স্থানীয় কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাইনি। সাধারণ নির্বাচনেরও কোনো অভিজ্ঞতা নেই তাঁর। তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে একেবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আশীর্বাদ হিসেবে মনে করছেন আঃ কাদির তালুকদার।
সাংগঠনিক লোকজন তেমন নেই, নির্বাচনে প্রচার-প্রচারণা কারা করবেন? এমন প্রশ্নের জবাবে আঃ কাদির বলেন, ‘তৃণমূল বিএনপি নতুন রাজনৈতিক দল। সে কারণে জেলা , উপজেলা কমিটি এখনো গঠন করা সম্ভব হয়নি। তাই সাংগঠনিক কর্মকাণ্ডও কম। আমি সাধারণ মানুষকে নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি। জয়লাভের লক্ষ্যেই ভোটে দাঁড়িয়েছি। এ জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। যদি নির্বাচিত হতে পারি, ইশতেহার অনুযায়ী সব উন্নয়নকাজ বাস্তবায়ন করব।’
আর: কাদির তালুকদার এর ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
এডিবির ৪৫ ভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় করব, টেকসই যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করে ফরিদগঞ্জেকে শ্রেষ্ঠ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো, এক বছরের মধ্যে ফরিদগঞ্জ পৌরসভায় পাঠাগার স্থাপন ,সর্বোচ্চ আদালতে আইনি সুবিধা দেওয়ার সাথে সাথে প্রতি সপ্তাহে একদিন নির্বাচনী এলাকায় এসে মামলা বিষয়ে আইনি সহায়তা দেওয়া ও গণমাধ্যমকে জনগণের মুখপাত্র হিসেবে তুলে ধরতে প্রতিবছর শ্রেষ্ঠ সাংবাদিককে সম্মান করার কথা বলেন তিনি।