আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে সংসদ সদস্য প্রার্থী দলের মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহানের সমর্থনে নির্বাচনী গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে এবং পুরো উপজেলায় নোঙ্গরের প্রচারণা আলোড়ন সৃষ্টি করেছে।
২৯ ডিসেম্বর শুক্রবার সারাদিনব্যাপী ফরিদগঞ্জ নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার ও বাড়ি বাড়ি গণসংযোগ ও প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি এবং দেশ-বিদেশে তার সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক এবং রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডসহ নোঙ্গর প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ ও নোঙ্গর প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে।
এসময় নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার নয়াহাট বাজার, প্রত্যাশী, শোভান, সেকদি, মদনেরগাঁও, লোহাগড়, দক্ষিণ পাইকপাড়া, লাউতলী, রূপসা বাজার, পূর্ব কাছিয়াড়া, ভাটিয়ালপুর, ধানুয়া বাজার, সকদিরামপুর, ইসলামপুর, দেবিপুর, বড়ালী, গাব্দেরগাঁও, বদরপুর মালের ভাংতিসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর নেতা-কর্মীসহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন