হাজীগঞ্জে একাদশ শ্রেণীর এক দারিদ্র শিক্ষার্থীকে বই উপহার দিলো সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থা।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা বীথি আক্তার নামে ওই শিক্ষার্থীর বাড়িতে তার হাতে বই তুলে দেন বাতিঘর মানবকল্যাণ সংস্থার সদস্যরা।
এ সময় বিনামূল্যে বই পেয়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী বীথী আক্তার।
বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসেন পাটোয়ারীর প্রচেষ্টায় বই বিতরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাতিঘর মানবকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দীন, রান্ধুনীমূড়া রহমাতুল্লিল আলামিন এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নেছার আহমেদ, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক হোসেন বেপারী প্রমুখ।
উল্লেখ যে, প্রতিষ্ঠার পর থেকে বাতিঘর মানবকল্যাণ সংস্থার সদস্যরা অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান , অসহায় মানুষের পাশে দাঁড়ানো’সহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজেও অবদান রাখে আসছে ।