উৎসব মুখর পরিবেশে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন চৌধুরীগাঁও ইক্ রা কিন্ডারগার্টেন,বিভিন্ন কর্মসূচির মধ্য উপজেলার পিরোজপুর ইউনিয়ন নীল দিগন্ত পার্কে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার২৭(ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নবীন বরণ মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন,অত্র স্কুলের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আঃ মালেক মাস্টার।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নাচ-গান কৌতুক,নাটক,কবিতা ও বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে,আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীল দিগন্ত পার্কের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ্,চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান
আরোও উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক/অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে আগত বক্তরা বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।
এবং প্রতিমাসে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।