হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, শিক্ষানুরাগী মনির হোসেন ভুইয়া ও মিজানুর রহমান সেলিম, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ও শিক্ষকরা।
প্রভাষক কামরুল হাসান, শিক্ষার্থী রাহমুন ফেরদাউস সানিয়া ও তাহমিদ ইসমাঈল সরদারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠের পর উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, একক নৃত্য, নাটক, যেমন খুশি তেমন সাজ উপস্থাপন, ছড়া ও কবিতা আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ খাঁন, মিরন কাজী ও কাজী মনির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, আবুল কাশেম, মনির হোসেন কন্ট্রাকটরসহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রেসক্লান নেতৃবৃন্দসহ অন্যান্য সংবাদকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সন্তোষজনক ফলাফল ও এক্সটা কারিকুলামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে।