চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের প্রার্থী গাজী মাঈনুদ্দিন দিনব্যাপী পথসভায় অংশগ্রহণ ও গণসংযোগে অংশগ্রহণ করেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার বাকিলা ও রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাকিলা ইউনিয়নে গনসংযোগ শেষে বাকিলা বাজারে পথসভা ও বিকালে রাত পর্যন্ত রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে রাজারগাঁও বাজারে জনসভায় ঈগল প্রতীকের ভোট চেয়ে বক্তব্য দেন গাজী মাঈনুদ্দিন। প্রতিটি পথসভায় বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে অংশ নেন ভোটাররা।
জানা গেছে, গাজী মাঈনুদ্দিন সকালে বাকিলা ইউনিয়নের মহেশপুর, ফুলছোঁয়া, বোরখাল, সন্না, রাধাসার, বাখরপাড়া, টেকের বাজার, জনতা বাজার, মিতালী বাজার, শ্রীপুর মজুমদার বাজার, দেবপুর বাজার এলাকায় গণসংযোগ শেষে বাকিলা বাজারে অনুষ্ঠিত পথসভায় অংশ নেন ও বক্তব্য দেন।
একই দিন বিকাল থেকে রাত পর্যন্ত রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে রাজারগাঁও বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন গাজী মাঈনুদ্দিন। তাঁর সাথে ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রফিক উল্যাহ খাঁন কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী, জেলা পরিষদের সদস্য জান্নাতুল ফেরদাউস।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, রফিক পাটোয়ারী, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সাধারন সম্পাদক অমল ধর, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার মেম্বার, জাহাঙ্গীর পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক হাছান হাওলাদার, রবিউল আলম অরুন, আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
স্থানীদের মধ্যে কালা মানিক, মো:. বিল্লাল হোসেন (লোধপাড়া), মিজানুর রহমান (ফুলছোঁয়া), মোতালেব ফরাজী, মিজানুর রহমান (খলাপাড়া) মিজানুর রহমান (সন্না), খোরশেদ আলম খুশু, সুজন, সোলাইমান বাবলু, যুবলীগনেতা হিরন খাঁন, সুজন গাজী, সুমন, হৃদয়সহ কয়েক শতাধিক নেতাকর্মী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।