হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ এবং ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের লটারির মাধ্যমে শ্রেণি বিন্যাস ও রোল নম্বর নির্ধারণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং তিনি নতুন কারিকুলাম নানা দিক উপস্থাপন করেন।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী তুর্ণা ও গীতা থেকে পাঠ করেন মিত্তিকা দাস। এরপর স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেনের উপস্থাপনায় বক্তব্য শেষে বার্ষিক ফলাফল প্রকাশের পর ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের লটারির মাধ্যমে শ্রেণি বিন্যাস ও রোল নম্বর (শ্রেণি ক্রমিক নম্বর) নির্ধারণ করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ওমর ফারুকসহ অন্যান্য সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।