চাঁদপুরের শাহরাস্তিতে নোয়াগাঁও টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত “মাদক বিরোধী” নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় শাহরাস্তি পৌর ১২ নং ওয়ার্ডের বালু মাঠে নোয়াগাঁও টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ও নতুন বছর উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ নেওয়াজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা আক্তার পুতুল, পৌরসভার কর্মকর্তা মোঃ জিলানী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুলহাস মিয়া।
উদ্বোধনী খেলার আলোচনা সভায় বক্তারা বলেন “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ,সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে। ছাত্র ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার বিকল্প নাই।
তিনি আরো বলেন, খেলাধুলা তরুন সমাজের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, যা দেশ ও জাতির জন্য একটি ইতিবাচক দিক।
এসময় শরীর ও মনকে সুস্থ রাখতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
খেলাধুলা করলে মন ও শরীর উভয় ভালো থাকে। মাদকের কড়াল থাবা থেকে বাঁচতে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।
ফুটবল একটি জনপ্রিয় খেলা। মাদকের উপর আসক্তি কমানোর জন্যই মূলত এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোয়াগাঁও টাইগার ক্লাবের সভাপতি মোঃ জানে আলম।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণমানুষ ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী টাইগার ক্লাবের সদস্য ও ক্রীড়া মোদিবৃন্দ।
খেলায় মোট ৪টি দল অংশ গ্রহণ করেন। তারা হলেন বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ।
উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় নির্ধারিত সময়ের মধ্যে বিবাহিত একাদশ-১ ও অবিবাহিত একাদশ-১ গোলে সমানে সমানে থাকায় ট্রাইবেকারে অবিবাহিত একাদশকে ০-১ গোলে হারিয়ে বিবাহিত একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে অতিথিবৃন্দ চাম্পিয়ান দলকে ও রানারআপ দলকে পুরস্কার ট্রফি তুলে দেন।