হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুহিলপুর উচ্চ বিদ্যালয় পরির্দশন করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। একই সমেয় নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত তুলে ধরে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু,সহকারি প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন,সিনিয়র শিক্ষক উত্তম কুমার দেবনাথ,সহকারি শিক্ষকা রহিমা আক্তার,মাজেদা খাতুন,ফারহানা আক্তার,ইসমাইল হোসেন,জাহিদ হাসান,ফরহাদ হোসেন, হাসানুজামান,সুমন শীল,আব্দুল হালিম,আলম পাটওয়ারী,মোঃ শরিফসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।