কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাজীগঞ্জের মো. আব্দুছ সামাদ প্রধানীয়া ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চট্টগ্রাম মডিক্যাল কলেজে (চমেক) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন।
বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে আব্দুছ সামাদ প্রধানীয়া আইসিইউতে ছিলেন। তার শারিরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর।
এর আগে গত ১০ জানুয়ারি মোটরসাইকেল যোগে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আব্দুছ সামাদ প্রধানীয়া। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি গত ৮ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তার মাথায় অপারেশন সফলভাবে সম্পন্ন করা হলেও শারিরিক অবস্থা সংকটাপন্ন ছিল এবং ৮দিন পর তিনি মৃত্যুর সঙ্গে লড়ে মৃত্যুকে আলিঙ্গন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত মো. আব্দুছ সামাদ প্রধানীয়া উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত মোবারক প্রধানীয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।