Header Border

ঢাকা, রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
পাইকপাড়ায় যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের কর্মীদের উপর হামলা  হাজীগঞ্জের লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন হাজীগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে মৎস্যজীবি দলের ত্রাণ সামগ্রী বিতরণ শিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারীর শাহরাস্তি প্রেসক্লাবের সম্মাননা স্মারক গ্রহণ প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব নবপ্রত্যয় যুব সংঘ”এর উদ্যোগে বন্যাকবলিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বাস আটকে ৬৫ ভরি সোনা ছিনতাই, নেতৃত্বে যুবদল নেতা! চাঁদপুরে জাল সনদে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ পান যুবলীগ নেতা কাউসার শাহরাস্তিতে আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত শাহরাস্তিতে ফখরুল আলম পাটোয়ারীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রসারের উদ্দেশে চাঁদপুর প্রেসক্লাব ১৯৮২ সালে উদয়ন শিশু বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের শিক্ষার মান আরো বৃদ্ধি করার লক্ষ্যে আজকের এই মতবিনিময়। আমরা চাই এই প্রতিষ্ঠান আবারো জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হোক। সারা দেশের মধ্যে একমাত্র চাঁদপুর প্রেসক্লাবেরই প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠান প্রধানকে ডায়নামিক হতে হবে। অনেক গুণাবলী থাকতে হবে প্রতিষ্ঠান প্রধানের। বাস্তবতা ও আবেগ দু’টি ভিন্ন জিনিস। স্কুলের মালিক হিসেবে চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠান পরিচালনা করবে। শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। প্রতিষ্ঠানের কর্মবিন্যাস ও শৃঙ্খলা রাখতে হবে। সবকিছুর মূলে হচ্ছে নিজের বিবেক।
তিনি বলেন, আগামি ২০২৫ সালের জানুয়ারিতে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করার লক্ষ্য রয়েছে। প্রেসক্লাবের সুবিধাগুলো উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও পাবে।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ড. জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন ও এএইচএম আহসান উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ও রিয়াদ ফেরদৌস।
উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজমুন নাহার, শিক্ষক সাইদা আক্তার, মোহাম্মদ হোসেন ও নাছরিন আক্তার।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্যাহ ও গীত পাঠ করেন চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষক মিলি আচার্যী।
শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। স্কুলের চেইন অব কমান্ড ঠিক রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ট্রেইনিংয়ের ব্যবস্থা করতে হবে। বার্ষিক কার্যক্রমের রোস্টার করতে হবে। শিক্ষকদের প্রতি মাসে মিটিং করতে হবে। ক্লাস মনিটরিং করতে হবে। করোনার প্রভাব এখনো কাটিয়ে উঠা যায়নি। আমরা সবাই মিলে সব সমস্যা উত্তরণ করতে পারবে, ইনশাআল্লাহ।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৮২ সালে চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক শিক্ষা প্রসারের উদ্দেশে উদয়ন শিশু বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন সুনামের সাথে পরিচালিত হলেও ইদানিং কিছুটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে হবে। প্রেসক্লাবের সাথে সাথে উদয়ন স্কুলেরও সুনাম বৃদ্ধি করতে হবে। আমরা চাই এই প্রতিষ্ঠানটি সুনাম ও দক্ষতার সাথে পরিচালিত হোক। শিক্ষক প্রশিক্ষণসহ নানা কাজে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা আগের মতো অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষক গুলশান আরা, মিলি আচার্যী, সাবিনা ইয়াসমিন, রওশন আরা, চিত্রা ভঞ্জ, ফাতেমা আক্তার, কুলছুমা আক্তার, সেলিনা জাহান, সোলায়মান হোসেন ও মাও. মাহমুদুল হাসান।

আরো পড়ুন  কচুয়ায় নিজ স্ত্রী-সন্তান রে‌খে প্রবাসীর স্ত্রী‌কে নি‌য়ে উধাও | Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পাইকপাড়ায় যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের কর্মীদের উপর হামলা 
হাজীগঞ্জের লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন
হাজীগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে মৎস্যজীবি দলের ত্রাণ সামগ্রী বিতরণ
শিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারীর শাহরাস্তি প্রেসক্লাবের সম্মাননা স্মারক গ্রহণ
প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব
নবপ্রত্যয় যুব সংঘ”এর উদ্যোগে বন্যাকবলিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আরও খবর

error: Content is protected !!