চাঁদপুর জেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ উপজেলারধীন পৌর এলাকার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য সমীর লাল দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,অভিভাবক সদস্য রাধা কান্ত দাস রাজু,সুবাস চন্দ্র সরকার, কামরুল ইসলাম,মাহবুবুর রহমান, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।