মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. মোশারফ হোসেন রনিকে (২৪) গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে বাকিলা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ ত্রি-মোহনা থিম পার্কের টিকেট কাউন্টার সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোশারফ হোসেন রনিকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ। সে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের লদের বাড়ির মো. মোস্তফার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে বাকিলা ইউনিয়নে ত্রি-মোহনা থিম পার্ক ও তৎসংলগ্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় পার্কের টিকেট কাউন্টার সংলগ্ন স্থান থেকে মাদক কারবারি মোশারফ হোসেন রনিকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার ৯০০ টাকা। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (০১) এর ১০ (ক) মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোশারফ হোসেন রনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তিনি পুলিশকে তথ্য দিয়ে সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতার আহবান জানান।