ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে জয়শঙ্করকে স্বাগত জানান।
জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় আসছেন তিনি।
বিকেল চারটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৫টায় দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে তার।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। সংগত কারণেই এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষপর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে। ঢাকা সফরকালে জয়শঙ্কর সে বিষয়ের ওপরই বিশেষ গুরুত্ব দেবেন।