চাঁদপুর জেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ উপজেলারধীন ০৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী প্যারাপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত অত্র বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে অত্র বিদ্যালয় হলরুমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় দাতা সদস্য ও রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম.মানিক,আজীবন দাতা সদস্য মোস্তফা কামাল পাটওয়ারী,আজীবন দাতা সদস্য জাহাঙ্গীর আলম মুন্সী,আজীবন দাতা সদস্য মিজানুর রহমান সদ্দার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মোঃ মাঈনুদ্দিন মিয়াজী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা এবং বাংলাদেশ সহ বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সহযোগিতা করেন,কম্পিউটার ল্যাব মোঃ মেহেদী হাসান মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।