হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে শাহ মোহাম্মদ আ. হামিদ খাঁন রোমান (৩৫) নামের একজন স্বাস্থ্য কর্মী নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (ডিজি) করেছেন। গত সোমবার তিনি হাজীগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরী করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বাস্থ্য সহকারী হিসাবে কালচোঁ উত্তর ইউনিয়নের কর্মরত।
শাহ মোহাম্মদ আ. হামিদ খাঁন রোমান উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ খাঁন বাড়ির মৃত কবির উদ্দিন খাঁনের ছেলে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ এনে তিনি সাধারণ ডায়েরীতে একই গ্রামের মিজি বাড়ির মো. কাউছার মিজি (২৫), তার বাবা নানু মিজি (৫৫) ও মা হেনজি বেগমকে (৪৫) বিবাদী করেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত রোববার বিকালে কাপাইকাপ গ্রামের মোস্তফা খানের দোকানের সামনে উল্লেখিত বিবাদীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক শাহ মোহাম্মদ আ. হামিদ খাঁন রোমানকে গালমন্দ ও দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠিসোঁটা নিয়ে তার উপর অর্তকিত হামলা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
এ ছাড়াও বিবাদীরা উল্লেখিত ঘটনায় বাড়াবাড়ি করলে আবারো তাকে মারধর ও হত্যার হুমকিসহ অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন করে। তাই নিরাপত্তারহীনতার কথা উল্লেখ করে শাহ মোহাম্মদ আ. হামিদ খাঁন রোমান সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরী করেন। হামলার ঘটনায় তিনি আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ দিকে বিবাদী কাউছার মিজির সাথে কথা হলে তিনি জানান, ওই দিন তিনি রোমানদের পাশের বাড়িতে কাজ করছিলেন। এ সময় তিনি মুখে দিয়ে শিস দেন (বাঁশি বাজান)। পরে রোমান তার মাকে দেখে শিস দেয়ার অভিযোগ এনে আমার উপর হামলা করে। এ সময় আমাদের দুইজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
জিডির বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে