ফরিদগঞ্জের বাসারা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক আলমগীর খানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কৃষ্ণ সাহা।
বাসারা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য ইকরামুল হক ও গৌরিকা রাণী ঠাকুর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম পাঞ্জেতন, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও বাহাউদ্দিন মিজি, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবুল কালাম আজাদ, বাসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ হোছাইন, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও আমিনুল হকসহ আরো অনেকে।
পরীক্ষার্থীরা কাঙ্খিত ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় মাও. ছফিউল্লাহ মজুমদার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।