শাহরাস্তির সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও জেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া ও আর্থিক বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও (অবঃ) অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক মোঃ শফিকুর রহমান, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ আলী হোসেন মন্টু, মোঃ আবু ইউসুফ খান মিলন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এটিএম সাইফুল ইসলাম, ইউপি সদস্য আবু তাহের জনি, অপুসহ সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।