নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
আন্তর্জাতিক ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ ‘নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরােমের উদ্যোগে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় সকল সাংবাদিকদের মৃত পিতা মাতার এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি (মাই টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক( আনন্দ টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) গাজী মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন টিভির স্টাফ রিপোর্টার , নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়নের সভাপতি নাফিজ আশরাফ।
আরও উপস্থিত ছিলেন প্রেসনিউজ ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক (এন জে এফ এর যুগ্ন সাধারন সম্পাদক) আব্দুল মান্নান সাগর, জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি (এনজেএফ সদস্য) মোঃ কাওসার হোসেন, দৈনিক বাংলার আলো নিউজ এর বিশেষ প্রতিনিধি (এন জে এফ সদস্য) খান রফিকুল ইসলাম, ডেলটা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি (এন জে এফ সদস্য) মনিরুল ইসলাম, এবং জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গনমাধ্যমকরমী সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।