হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউপি-উপ নির্বাচনে জনগণ মনোনীত রজনীগন্ধা মার্কার
চেয়ারম্যান পদপ্রার্থী,অত্র ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ সিদ্দিকুর রহমান(বিএ) এর নির্বাচনী অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার(২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আচরণবিধি মেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের উপস্থিতিতে ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড পশ্চিম রাজারগাঁও নির্বাচন অফিস মিলাদ,দোয়া ও আলোচনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ হান্নান পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল থেকে সন্ধা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট পার্থনা করেন।
এসময় মোঃ সিদ্দিকুর রহমান(বিএ) বলেন,আমি নির্বাচিত হয়ে আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে কোন সম্মানি ভাতা নিবো না। আমার ঢাকার বাড়ি ভাড়া
থেকে প্রতি মাসে ৫০ টাকা গরীব অসহায়দের মাঝে বিলিয়ে দিবো। আমি আপনাদের সকলের
দোয়া ও সমর্থন কামনা করছি।
জানা যায়,গত ২৩ সেপ্টেম্বর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও ইউপি
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাদী মিয়া মৃত্যুবরণ করায় তার চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। এ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ মার্চ। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয়।