Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
শিরোনাম
মতলব উত্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কাব স্কাউট শিক্ষার্থীরা অন্তবর্তী সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না :বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা ও দোয়া ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতির শ্বশুর আবুল হাশেম পাঠান আর বেঁচে নেই ॥ প্রেসক্লাবের শোক মতলব উত্তর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ  সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শাহরাস্তিতে বন্যা ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সিদ্ধিরগঞ্জে শিমরাইল ট্রাক টার্মিনালের সংস্কারকাজ চলছে হাজীগঞ্জে সরকারি ৩ কর্মচারীর বদলীর দাবী জানিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে চিঠি অর্থনৈতিক শুমারী উপলক্ষ্যে হাজীগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারী উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান বিভাগ আয়োজিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে ২ হাজার মুরগির বাচ্চা ও ২৫ বস্তা খাবারসহ খামার পুড়ে ছাই

হাজীগঞ্জে ভাই ভাই এগ্রো ফার্ম নামক একটি মুরগি খামারে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারে মালিক মো. সাখাওয়াত হোসেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মাড়ামূগা গ্রামের মজুমদার বাড়ির সংলগ্ন ফার্মে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুন সূত্রপাত।
খামারের শ্রমিক মো. আরাফাত হোসেন জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক রাত ১২টার দিকে খামারে মুরগির বাচ্ছাদের খাবার দিয়ে এবং সবকিছু দেখে শুনে তারা ঘুমাতে যান। এরপর রাত আনুমানিক দেড়টার দিকে আগুন দেখতে পেয়ে তিনি ডাক-চিৎকার দেন এবং খামারের মালিক সাখাওয়াত হোসেনকে ফোন করে জানান। পরে সাখাওয়াত হোসেন ফায়ার সার্ভিসে ফোন দেন।
এ দিকে আগুন দেখনে পেয়ে স্থানীয় ও এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা পুরো খামারের চারদিকে ছড়িয়ে পড়ে। এরমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ২ হাজার মুরগির বাচ্চা, এক মাসের খাবার ও ৩’শ ফুট লম্বা ঘরটি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভাই ভাই এগ্রো ফার্মের সত্ত্বাধীকারী মো. সাখাওয়াত হোসেন কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন বালাখাল বাজারে পোল্ট্রি ফার্মের খাবার, ঔষধ ও মুরগির বাচ্ছার ডিলারশিপের ব্যবসা করেন এবং বলাখাল এলাকায় বসবাস করেন।
এ ব্যাপারে তিনি বলেন, আমি রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছি। পরে খামারে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমি ব্যাংক ঋন নিয়ে ব্যবসা করছি। কিন্তু আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো বুঝে উঠতে পারছি না। এসময় তিনি সরকারি সহযোগীতা কামনা করেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, আমি খোঁজ পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুনে একজন খামারি নিঃস্ব হয়ে গেছেন। যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, আমি খবর পেয়েছি এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলেছি। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন  ফরিদগঞ্জে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কু*পি*য়ে আ*হত

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জের প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি: ২০ লক্ষ টাকার মালামাল লুট
হাজীগঞ্জে ১১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ ব্যবসায়ীর জেল ও জরিমানা
শাহরাস্তিতে সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হয়ে মানবতার জীবনযাপন করছেন ফরিদগঞ্জের নাঈম
আওয়ামী লীগ ও সাংবাদিক ইস্যুতে ড. ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা
ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার

আরও খবর

error: Content is protected !!