চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর ইসলামি পাঠাগারের উদ্যােগে অসহায় হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ মার্চ শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি দিদার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রাকিবের সঞ্চলনায় দোয়া মুনাজাত শেষে অসহায় হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন সুবিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও সংগঠনের সদস্য হাফেজ মো.ইদ্রিস সাহেব
উল্লেখ্য সুবিদপুর ইসলামি পাঠাগারের দায়িত্বশীল হিসেবে রয়েছে-মো.আল-আমিন( আলম হুজুর), মুরাদ হোসেন, আহসান হাবীব, বিল্লাল কাজি, সাগর বেপারী, জুয়েল বেপারী, হাবীব মিজি, সুমন মজুমদার, মোবারক বেপারী, মেহেদী মোল্লা, ইব্রাহিম কাজী, ফারুক প্রধানিয়া, নেয়ামুল তপদার, ফাহাদ প্রধানীয়া, সোহারাব কাজী,আজাদ বেপারী, তারেক চৈয়াল, রাকিব চৈয়াল।