চাঁদপুরের শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের কৃতিত্বের সনদ ও পুরস্কার বিতরণে
মেধাবৃত্তি প্রাপ্ত ২ শ’ ২৩ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সনদ, ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১১টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত।
জানা যায়, “মেধাবীরা গড়বে সোনার বাংলা” শ্লোগানে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে গত বছরের ডিসেম্বরে এসএমএফ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ১ হাজার ৮ শ’ ৫ জন শিক্ষার্থি অংশ নেয়। এদের মধ্যে ২০ গোল্ডেন ট্যালেন্টপুল ও ৫৩ জন ট্যালেন্টপুলসহ মেধাবৃত্তি প্রাপ্ত ২ শ’ ২৩ জন শিক্ষার্থিকে শুক্রবার সকালে সংবর্ধনা দেয়া হয়।
শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের পরিচালক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে নির্বাহী সদস্য বিজয় লাল দে ও মোতাহের হোসেনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, ম্যাক্স গ্রুপের জিএম ইঞ্জিঃ মোঃ মুজিবুর রহমান রাজিব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আঃ রব, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, থানার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন, প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি সজল পাল প্রমুখ।
সদস্য হলো -মোঃ আব্দুর রহিম, মোঃ আলা উদ্দিন, মোহাম্মদ হোসাইন, মোঃ শাহ এমরান, মোঃ হারুনুর রশিদ শেখসহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন।