শাহরাস্তির সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
গতকাল দুপুরে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে এ সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাহফুজুর রহমান বুলবুলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সবক প্রদান করেন মাওলানা মোঃ মিজানুর রহমান, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি শহরের গুলাছি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাসুম বিল্লাহ।
এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ জামাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাদ্রাসার সূত্রে জানা যায় শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসা শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্ব সহকারে সহিশুদ্ধ ধর্মীয় শিক্ষা পাঠদান করেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও পাঠদান করে থাকেন। এই মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী সহিশুদ্ধভাবে ধর্মীয় শিক্ষা জ্ঞান নিয়ে যেতে পারবেন। এছাড়াও মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যেক শিশুদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও পাঠদান করেন । যাতে করে একজন শিক্ষার্থী আল্লাহপাকের অশেষ রহমতে কোরআনের হাফেজ সম্পন্ন হলেও বাংলা- ইংরেজি শিক্ষা জ্ঞানে পিছিয়ে নেই।