শাহরাস্তির দেবকরা মারগুবা ডঃ শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ মার্চ শনিবার সকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোঃ ইলিয়াছ মিন্টু।
সহকারী শিক্ষক ফারহানা পারভীন ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম (খোকন), মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন মেহের ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আহসানু উল্লাহ, খিলাবাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইমরান হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা ভালোভাবে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণ কাজ করবে। তোমাদের এখনই সময় তোমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করে ভবিষ্যতে এ জ্ঞানকে কাজে লাগাবে।
আলোচনা সভাশেষে বিভিন্ন ইভেন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।