মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের পক্ষে এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। হাজীগঞ্জ থানার আয়োজনে শনিবার সকালে পুলিশ সুপারের পক্ষে উপজেলার শতাধিক পরিবাবের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ দিন থানা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি উপস্থিত সকলের খোঁজ খবর নেন এবং তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আপনাদের (অসহায়) সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে, নেওয়ার লক্ষ্যে পুলিশ সুপারের এই কার্যক্রম।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সার্বিক ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগিতায় ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য অফিসারবৃন্দ।