‘আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে আত তাওহীদ জামে মসজিদ ও ইসলামিক দাওয়াহ্ সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ নিউ শেরাটন হোটেল ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন।
উপজেলা আহলে হাদিস পরিবারের আয়োজনে ও হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটুর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শায়েখ ড. ইমাম হোসাইন, রাজশাহী ইয়াসিন আলী সালফি মাদরাসার পরিচালক শায়েখ ড. ইমামুদ্দিন বিন আব্দুল বাছির, রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় মোহাম্মাদীয়া আরাবিয়ার মুহাদ্দিস শায়েখ আব্দুল মমিন বিন আব্দুল খালেক।
কাঁঠালী দারুল হাদিস সালাফিয়া মাদরাসার প্রিন্সিপাল বেলাল হোসাইনের পরিচালনায় ইফতার মাহফিলে পবিত্র কুরআন মাজিদ ও হাদিসের আলোকে আলোচনা করেন আলোচকবৃন্দ। এসময় বিশিষ্ট ব্যবসায়ী কাজী বিল্লাল হোসেনসহ অন্যান্য আলোচক ও অতিথিবৃন্দসহ ধর্মপ্রাণ মুসুলমানগণ উপস্থিত ছিলেন।