মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
পুষ্টি পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতায় -২০২২ইং এ চ্যাম্পিয়ন (প্রথম) হয়েছেন, হাজীগঞ্জের শিশু হাফেজ শোয়াইব আহমাদ। বাংলাভিশন চ্যানেলে অনুষ্ঠিত কোরআনের আলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সে দেশ সেরা হাফেজের খেতাব অর্জন করে।
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এ্যাড.শ.ম রেজাউল করিম এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নসহ বিজয়ী পাঁচজনের হাতে প্রাইজমানির প্রতিকী চেক তুলে দেন। হাফেজ শোয়াইব আহমাদ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড দিগচাইল গ্রামের আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারে বড় ছেলে।
জানা গেছে, দেশের ৪০ হাজার হাফেজকে নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করে চূড়ান্তভাবে বিজয়ী হয় ৫ প্রতিযোগী। এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে শোয়াইব আহমাদ প্রাইজমানি হিসাবে পেয়েছেন তিন লাখ টাকা।
অপর দিকে প্রতিযোগিতায় রানার আপ দুই লাখ এবং দ্বিতীয় রানার আপ পেয়েছেন এক লাখ টাকা পুরষ্কার। এছাড়া এই তিনজনই পাচ্ছেন ওমরা করার সুযোগ। অন্য দুই প্রতিযোগী প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা করে পুরষ্কার।