চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ ছাত্তার (৫৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ…… রাজিউন)। ১৭ মার্চ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এক শোক বার্তায় তিনি বলেন, আঃ ছাত্তার আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মী হারালাম। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আঃ ছাত্তার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গৈপুর গ্রামের মৃত হাবিব উল্লাহ প্রধানের ছেলে। মৃতকালে মরহুমের বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেলে তার মৃতদেহ ঢাকায় জানাযা শেষে দাফন করার কথা রয়েছে বলে জানা গেছে।