অনলাইন ডেস্ক :
গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত সারি সারি বাস। ভাড়াও কম। অথচ সেই তুলনায় যাত্রী প্রায় নেই বললেই চলে।
রোববার (১ মে) সকাল ১০টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সায়েদাবাদ থেকে বারইয়ার হাট, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, হাজিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকার বাস ঈদযাত্রীদের জন্য ছেড়ে যেতে প্রস্তুত। ডেকে ডেকে হয়রান বাসের স্টাফরা। অথচ যাত্রী সংখ্যা বাসের তুলনায় অনেক কম।
রিকশা, বাস, সিএনজি অটো থেকে কোন যাত্রী নামলেই তাকে নিয়ে সবার মধ্যে টানাটানি পড়ে যায়। এমনকি নিয়মিত ভাড়ার চেয়ে ৫০টাকা কমেও যাত্রীদের অফার দিচ্ছে বাসের লোকজন।
করিম উল্লাহ যাবেন চাঁদপুর। তিনি বলেন, অনেক বছর পর ঈদে তেমন ঝামেলা ছাড়া যেতে পারছি। বাসের লোকজন খাতির করে ডাকছে। ভাড়াও নরমাল সময়ের মতো।