হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুবু-উল-আলম লিপন বলেছেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। রোববার (১৭ মার্চ) জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আ স ম মাহবুবু-উল-আলম লিপন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি জন্ম না হতো,তাহলে আমরা এই সোনার বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণার উৎস।’
দিবসটি উপলক্ষে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে
বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর ও পৌরভবনে আলোকসজ্জা,র্যালি,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র আ স ম মাহবুবু-উল-আলম লিপনের নেতৃত্বে ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ।
পরে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,র্যালি,আলোচনা সভা,মিলাদ-দোয়া এবং গরিব অসহায়দের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান সহ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।