কচুয়ায় বাস চাপায় ব্রীকফিল্ড শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৯ মার্চ মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ -গৌরিপুর সড়কের পূর্ব কালচোঁ এইচ.বি ব্রিক ফিল্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ওই দিন দুপুরে হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি পরিবহনের (ঢাকা -মেট্রো -ব -১৫ -৬০৪৬)বাসটি পূর্ব কালচোঁ এইচ বি ব্রিক ফিল্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে সড়কের পশ্চিম পাশে মুদি দোকানের সামনে থাকা ব্রিক ফিল্ডের শ্রমিক মানিক মিয়া বাসের চাকায় পিষ্ট হয়ে মাথায় রক্তাক্ত জখম হয়। অন্যান্য শ্রমিকগন মানিক মিয়াকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নোয়াগাঁও গ্রামের সমর আলীর ছেলে মানিক মিয়া এইচ.বি ব্রিক ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ছবি: বিআরটিসি বাসের পাশে মানিক মিয়ার মরদেহ