চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষণের অভিযোগে ইলিয়াস নামের এক ইমামকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার (ওসি) মো: আলমগীর হোসেন। মঙ্গলবার (১৯ মার্চ) রাজাপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর মায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী (২৩) বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের গ্রামের এক মসজিদের ইমাম মো. ইলিয়াস (২৯)। তিনি গত বছরের কোনো এক সময় এ ধর্ষণকাণ্ড ঘটান।
আরও জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি ভুক্তভোগী মৃত কন্যাসন্তান প্রসব করেন। এতে সমালোচনার মুখে পড়েন পরিবারটি। মেয়ের গর্ভবতী হওয়ার কারণ খুঁজতে উঠে পড়ে লাগেন মা। একপর্যায়ে মেয়ের কাছ থেকে ইমাম ইলিয়াসের নাম জানেন। এরপর ইমামকে আসামি করে মামলা করেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন কালবেলাকে জানান, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।