হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ জুনাইদ হোসেন নামের তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের মজুমদার বাড়ির পূর্ব পাশের পুকুরে পানিতে ডুবে শিশুটি মারা যায় ।
নিহত শিশু মোহাম্মদ জুনাইদ হোসেন ওই বাড়ির মো. আবুল খায়ের ও জান্নাতুল ফেরদাউস দম্পতির ছেলে। এদিকে শিশুটির মৃত্যুতে পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, এ দিন সকালে শিশুটি খেলতে গিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার কথা উল্লেখ করেন।