আগামী ২৫ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল এতিমদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠান করেছেন।
২১ মার্চ বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানায় ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মওলানা ফখরুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার মজুমদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,যুব ও ক্রীড়া বিষয়ক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন ,নির্বাহী সদস্য মিজানুর রহমান,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ মিয়া,কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহির প্রধান,ইউপি সদস্য ইকবাল হোসেন ,আওয়ামী লীগ নেতা ওবায়েদ মেম্বার, কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান,যুবলীগ নেতা গাজী ফারুক,আমির হোসেন,এতিমখানার ছাত্র ,এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।ইফতার অনুষ্ঠান শেষে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহজালাল প্রধান জালাল তার বাবা মা ও আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া কামনা করেন। তিনি আরো বলেন আমি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী । আমি সকলের দোয়া সমর্থন প্রত্যাশা করি।
এ সময় পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর বলেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা শাহজালাল গতবছর ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছেন সামনে নির্বাচনেও তিনি প্রার্থী ,একজন ভালো মানুষ হিসেবে তার পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য সকলের নিকট দোয়া চাই।