চাঁদপুরের শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত ২ আসামি আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ কর্তৃক জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার করেন। ২৩ মার্চ শনিবার শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন
আটকের বিষয় নিশ্চিত করেন।
(ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এএসআই মোঃ ইব্রাহিম খলিল ও এএসআই আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পরোয়ানভক্ত ২ আসামী পেনাল কোডের আসামী ইদ্রিস আলী, পিতা-মৃত আকরাম আলী মুন্সি, সাং-খেড়িহর সোনাগাঁ (তেলিয়া বাড়ী),পেনাল কোডের আসামী রেজাউল করিম সুমন (৩৫), পিতা-আফতাবুল ইসলাম, সাং-চান্দল, উভয় থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, খেড়িহর ও চান্দল এলাকা হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।