চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড পূর্ব মকিমাবাদ সদ্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে তিনদিব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল,মিলাদ,দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার(২৩ মার্চ) পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া নিচিন্তপুর ফাজিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নুরুজ্জামান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নেছারাবাদ ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নাজিম উদ্দিন ও হযরত আবু বকর ছিদ্দিক( রা.) মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
সভাপতিত্ব করেন,অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আতিক উল্ল্যা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান,কাউন্সিলর মোঃ শাহ আলম ও মোঃ খালেদ মাহমুদ মিঠু।
সঞ্চালন করেন,অত্র মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ছালিম উল্যাহ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ওছমাণ গণি মিয়াজি।
মসজিদ কর্তৃপক্ষ অনুষ্ঠানে আর্থিক সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,আবু সাইদ মিয়াজি,আনোয়ার হোসেন খোকন, আব্দুস সাত্তার মিয়াজি,ফখরুল ইসলাম, পৌর ০৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর প্রার্থী মোঃ রাসেল মিয়া,পৌর ০৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর প্রার্থী,মোঃ সাহাব উদ্দিন,শহীদ মোল্লা, সমাজসেবক মোঃ ইমান হোসেন,মোঃ হাসান মিয়াজি সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নুরন্নবী সম্রাট সহ গণ্যমান্যব্যক্তি,ধর্মপ্রাণ মুসল্লিগণ সহ অন্যান্যরা।