মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার(২৬ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।
অনুষ্ঠান সঞ্চালন করেন,পিআইও মোঃ জাকির হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ,মহিলা ভাইস-চেয়ারম্যান মির্জা শিউলি আক্তার মিলি,থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ,যুদ্ধকালীন কমান্ডার মুজিবুর রহমান,আবু তাহের সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সদস্যদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।