চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত তথ্য তুলে ধরেন ইউএনও।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, সোনালী ব্যাংক ট্রেজারী শাখার ব্যবস্থাপক এইচ.এম আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না বেগম, ব্যবসায়ী সমীর দত্ত প্রমুখ।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল ও মোস্তফা কামাল মজুমদার, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, সুধী সমাজ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।