চান্দিনা ক্বওমী মাদ্রাসা সংগঠনের বৃত্তি পরীক্ষায় কৈইলান লক্ষ্মীপুর নতুন বাজার বাংলাদেশ নুরানী মাদ্রাসার ১৭ জন শিক্ষার্থী শতভাগ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
কুমিল্লা চান্দিনা উপজেলার চান্দিনা ক্বওমী মাদ্রাসা সংগঠনের ২৪ তম বৃত্তি পরীক্ষায় কৈইলান লক্ষীপুর নতুন বাজারে অবস্থিত ঐত্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বাংলাদেশ নুরানী মাদ্রাসার বালক/বালিকা শাখা থেকে বালক ১৪ জন ও বালিকা ৩জনসহ ১৭ অংশগ্রহণ করে সকলে উত্তীন হয়ে শতভাগ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ও মেধা স্থান অর্জন করে।
মেধা স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলো, পবিত্র কুরআন মাজিদের ২১ থেকে ৩০ পারায় ,ইব্রাহিম খলিল,তানজীদ,তানযীম, শিহাব উদ্দিন সোহরাব। ২৬ থেকে ৩০ পারায় , শাহেদুল ইসলাম, নাসিম, আহমাদ, আব্দুল্লাহ, আবু তুহা, নাজিম উদ্দিন, সাব্বির, ফরহাদ হোসাইন, সিয়াম আহমেদ, সিয়াম মাহমুদ, জুনায়েদ জামিল, জুনায়েদ তাওহীদ, যাবের হুসাইন, সাইমন।
১ থেকে ৫ পারায় ফাহমিদা ও ২৬ থেকে ৩০ পারা, আসমা, তাসনিয়া ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
এক প্রতিক্রিয়ায় প্রিন্সিপাল হাফেজ ক্বারী এইচ এম সাইফুল ইসলাম জানান, আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি কৈইলান লক্ষীপুর নতুন বাজারে অবস্থিত বাংলাদেশ নুরানী মাদ্রাসা বালক/বালিকার মনোরম পরিবেশে আলাদা নিজস্ব একাডেমীক ভবনে প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ নেয়ামত উল্লাহর নির্দেশক্রমে
খুব আদব আখলাকের মাধ্যমে যত্নসহকারে পাঠদান দিয়ে থাকি যার ফলে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যেকোনো পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়। আমাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অভিভাবকদের বলবো আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করুন।