ফরিদগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি ও সেমাই চিনি বিতরণ করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান শাহীন ।
শনিবার (৬ মার্চ) উপজেলা যুবলীগের প্রধান কার্যালয়ে প্রায় ৩০০০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় আবু সুফিয়ান শাহীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে ঈদ উপহার বিতরণ করছেন, তার এ কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন-এলাকাবাসীর পাশে এখনও আছি আর ভবিষতেও পাশে থাকব। আপনাদের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার রাস্তা ঘাট উন্নয়ন, মাদকমুক্ত, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকবো।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাবেক কাউন্সিলর আবুল হোসেন গাজী, উপজেলা যুবলীগের সদস্য রাসেল মিয়াজী শাহাবুদ্দিন দিপু, আরিফ কাজি,পৌর যুবলীগ নেতা হৃদয় কাজী, হৃদয় মিজি প্রমুখ।